কাকের জায়গায় বক চাই না।
যেই লাউ সেই কদু।
যদি পার্লামেন্টই শেষ কথা হয়
তবে খুনি হাসিনা কেনো নয়।
যদি দ্রোহের আগুনে কালোকাক করে পলায়ন,
তবে কিসের লোভে সাদা বকের এই আস্ফালন।
মোরা কাকের পাছায় ধরিয়েছি যতো আগুন,
বক যদি কাক হতে চায় তবে শাস্তি পাবে ততগুণ।
যদি ক্ষমতা জানতো বুঝতো পড়তো ইতিহাস,
তবে মেনে নিতে হতো না ভাগ্যের নির্মম পরিহাস।
তাই বলি সকল দেশের সেরা এ দেশ,আমরা বাংলাদেশী
জালিমের জিঞ্জির ভেঙেছি শতবার ফিরিয়েছি মুখে হাসি।
Comments
Post a Comment