Posts

Showing posts from September, 2024

কাকের জায়গায় বক চাই না।

Image
 যেই লাউ সেই কদু।    যদি পার্লামেন্টই শেষ কথা হয়  তবে খুনি হাসিনা কেনো নয়।  যদি দ্রোহের আগুনে কালোকাক   করে পলায়ন,  তবে কিসের লোভে  সাদা বকের এই  আস্ফালন। মোরা কাকের পাছায় ধরিয়েছি যতো আগুন,  বক যদি কাক হতে চায় তবে শাস্তি পাবে ততগুণ।  যদি ক্ষমতা জানতো বুঝতো পড়তো ইতিহাস,  তবে মেনে নিতে হতো না ভাগ্যের নির্মম পরিহাস।  তাই বলি সকল দেশের সেরা এ দেশ,আমরা বাংলাদেশী জালিমের জিঞ্জির ভেঙেছি শতবার ফিরিয়েছি মুখে হাসি।

নতুন বাংলাদেশ, তথাকথিত বিজয় ও বাস্তবতা

Image
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলন সংগ্রাম ও রক্তক্ষয়ের পর, স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রচিত হলো নতুন বাংলাদেশ বা বাংলাদেশ ২.০ এর ভিত্তি।  ছবি: স্বৈরাচারী হাসিনার পতনের দাবীতে ছাত্র জনতার ঢল। স্বৈরাচারী হাসিনা আদতে পালিয়ে গেলেও দেশে বপন করে গেছে অস্থিরতার বীজ। আন্দোলন-পালটা আন্দোলন, জোরপূর্বক পদত্যাগ, আনসার লীগের হট্টগোল, লুটপাট, ডাকাতি, গণপিটুনি ও লাইলাতুল গুজবের মতো ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে দেশের মানুষ। এসব দেখে অনেকেই বলছে, এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? আসলে বাস্তবতা হচ্ছে স্বৈরাচার পতন কিংবা গনঅভ্যুত্থানের পর এসব ঘটনা অবশ্যম্ভাবী। কিন্তু কথা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব দমনে কতটা ভূমিকা রাখতে পেরেছে?  বাংলাদেশকে একরকম বলা যায় গণতান্ত্রিক আন্দোলনের আতুড়ঘর। দেশটির স্বাধীনতার ৫৪ বছরে পা দিলেও এখনও পর্যন্ত গণতান্ত্রিক শাসনের মুখ খুব একটা দেখতে পারেনি। মূলত গনতান্ত্রিক সরকারের দাবিতে ৭১ এ দেশ স্বাধীনের পর বাকশাল, জিয়া সরকারের আমল, মার্শাল ল, স্বৈরাচারী এরশাদের আমল, তত্ত্বাবধায়ক সরকার বিহীন খালেদার নির্বাচন জয় পরে পদত্যাগ, রাতের ভোটে...